আনহাজ হোসাইন হিমেল │ বিশেষ প্রতিনিধি
মানবতাবিরোধী অপরাধের ২৮ মামলায় ১৫২ জন পলাতক আসামিকে ধরতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও আমলারা রয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুম-খুন-নির্যাতনের অভিযোগে এ পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ৪৭৭টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২২টি মামলা হয়েছে।
গণঅভ্যুত্থানের পর গত অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এসব মামলায় আসামি করা হয়েছে ২৩৬ জনকে। ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে ৮৪ জন।
চারটি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলা অন্যতম। অন্য তিনটি মামলা হলো—
রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যা,
আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যা,
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা।
শেখ হাসিনার মামলায় ইতোমধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।