শাহ্ ফুজায়েল আহমেদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে মোবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল ইসলাহ এর নির্বাহী সভাপতি অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মঞ্জলালী বলেছেন মানুষের মতবাদে বিশ্বাসী সমাজ প্রতিষ্টিত হলে কখন রাষ্ট্র ও সমাজে শান্তি আসবেনা। একমাত্র মহানবী (স:) এর আদর্শে সমাজ নির্মিত হলে দেশ ও জাতির শান্তি সম্ভব। তিনি বলেন নবীর আদর্শে মানুষ গঠন করতে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আনজুমানে আল ইসলাহ, লতিফিয়া কারী সোসাইটি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড ও আনজুমানে তালামিয ইসলামিয়া জগন্নাথপুর উপজেলার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সঃ) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) বাস্তবায়ন পরিষদের আহবায়ক মাওলানা সৈয়দ মিজানুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ডঃ মঈনুল ইসলাম পারভেজ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম খান শিহাব, সদস্য সচিব হাফিজ মাহিন আহমদ, যুগ্ম সদস্য সচিব ইমরান আহমদ জিলানী ও পৌর আল ইসলাহ সেক্রেটারি মুফতি বদর উদ্দিন আল আমিনের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারন সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসেন জামী, উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ সভাপতি তারিছ আলী,
ইয়াকুবিয়া হিফজুল কোরআন সভাপতি হাফিজ নুরুল হক, সাবেক পৌর আল ইসলাহ সভাপতি আবু আইয়ুব আনসারী, সুনামগঞ্জ জেলা তামামীযের প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, পৌর আল ইসলাহ সহ সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা আল ইসলাহ সেক্রেটারি হাফিজ সমসু মিয়া সুজল।
ইয়াকুবিয়া বোর্ড উপজেলা সেক্রেটারি হাফিজ ইয়াহইয়া আলী, উপজেলা আল ইসলাহ সহ সেক্রেটারি ,মাওলানা জালাল উদ্দিন, হাফিজ শওকত আলী, মাওলানা রাশেদ খান, হাফিজ মইনুল ইসলাম শিবলু, মাওলানা সালেহ আহমদ, তালামীয জগন্নাথপুর পশ্চিম উপজেলা সভাপতি রুবেল আহমদ, খোকন মিয়া,
সাবেক পুর্ব উপজেলা সভাপতি জামান আহমদ, মাওলানা মতিউর রহমান, মহফুজুল ইসলাম, মাসুদুল হাসান, মোজাম্মিল আহমদ, হাফিজ নুরুজ্জামান, হাবিবুর রহমান। অনুষ্টানে আল ইসলাহ উজেলা সভাপতি মহি উদ্দিন এমরান, সাবেক পৌর সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা সাইফুল ইসলাম,
মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আজিজুর রহমান, হাফিজ আজিজুল হক, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ আনোয়ার, হাফিজ সামির হোসেন, মুস্তাকিম বিল্লাহ, নুমান আহমদ, রুম্মান আহমদ, মাওলানা আবুল খয়ের, হাফিজ খলিলুর রহমান আমিনুর রহমান, সাহেল আহমদ, আব্দুল মন্নান,
তাহের আল হামিদ, আব্দুল মমিন, সিদ্দিকুর রহমানসহ উপজেলা, পৌর ইয়াকুবিয়া বোর্ড ও তালামীযের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে বাদ জোহর য়বিশাল একটি র্যালি জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।