হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
সভায় কমিটির সদস্যরা উপজেলার জিনারী ইউনিয়নের সীমান্ত এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহদী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ অন্যান্য সদস্যরা।
আলোচনায় চেয়ারম্যান ফিরোজ উদ্দিন ভুঁইয়া মাদক ও জুয়া নিয়ন্ত্রণে বিট পুলিশিং চালুর প্রস্তাব রাখেন। উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি তোলেন। একই সঙ্গে তিনি মাদক, জুয়া ও চাঁদাবাজি দমনে জিনারী ইউনিয়নে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ওসি মারুফ হোসেন বলেন, সীমিত জনবল ও অবকাঠামোগত সমস্যার মধ্যেও পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তবে জুয়া ও ইয়াবা দমনে আইনগত জটিলতা রয়েছে।
সভাপতি ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনায় পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।