শেখ তাইজুল ইসলাম
মংলা প্রতিনিধি
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং চারটি আসন বহাল রাখার দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে এক জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির এড. আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, যুব বিভাগের প্রধান মনজুরুল হক রাহাতসহ সর্বদলীয় কমিটির নেতৃবৃন্দ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী,
৭ সেপ্টেম্বর: বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
৮ সেপ্টেম্বর: হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান
৯ সেপ্টেম্বর: বিক্ষোভ মিছিল
১০-১১ সেপ্টেম্বর: পুনরায় হরতাল
এছাড়া, বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, এড. ওয়াহিদুজ্জামান দীপু ও এড. আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা চার আসন বহাল রাখতে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা এম এ সালাম।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। তবে ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তাবে একটি আসন কমানোর উদ্যোগ নেয়। সর্বশেষ ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে তিনটি আসন বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করে নির্বাচন কমিশন, যা নিয়ে বাগেরহাটে ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।