মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে মাসব্যাপী আয়োজন করা “আনন্দ মেলা” বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB) সিরাজগঞ্জ ইউনিটের প্রেসিডেন্ট ও সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট শহিদুল ইসলাম সরকার এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঘনবসতিপূর্ণ এলাকায় মেলা আয়োজন স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। উক্ত স্থানের আশপাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার। ফলে মেলা কেন্দ্রিক পরিবেশ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় ভাবাবেগের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এ্যাডভোকেট শহিদুল ইসলাম অভিযোগ করেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সদস্যদের না জানিয়ে এবং কোন সভা আহ্বান না করেই অনুমোদন নিয়েছেন। তিনি দাবি করেন, অনৈতিক আর্থিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জেলা প্রশাসনকে বিভ্রান্ত করে এ অনুমোদন নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে একটি আহবায়ক কমিটি গঠন করে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা প্রয়োজন। একই সাথে বিতর্কিত এই মাসব্যাপী আনন্দ মেলা বন্ধেরও জোর দাবি জানান তিনি।