মোঃ মমিন আলী
স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে পরে ধ্বংস করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বহুল আলোচিত ভারশোঁ ঋষি পল্লিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ডলি ঋষি, অখিল ঋষিসহ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন জানান, দীর্ঘদিন ধরে ভারশোঁ ঋষি পল্লিতে চোলাইমদ উৎপাদন ও বিক্রির কারবার বেড়ে যায়। এ বিষয়ে পুলিশকে অবহিত করার পরই এ অভিযান পরিচালিত হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে চোলাইমদ জব্দ করা হয় এবং পরে সেগুলো ধ্বংস করা হয়েছে। পল্লিটিকে মাদকমুক্ত করতে স্থানীয়দের সহযোগিতায় একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হবে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।