মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় হেলাল ফাউন্ডেশনের আয়োজনে এবং নিউ ভিশন আই কেয়ার সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার এলাইপুর মধ্য বাজারে এ শিবিরে অর্ধশতাধিক রোগীকে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি শনাক্তকরণ, বিনামূল্যে নিকট দৃষ্টির চশমা ও ওষুধ প্রদান করা হয়।
আড্ডা নিউ ভিশন আই কেয়ার সেন্টারের কো-অর্ডিনেটর আব্দুল্লাহিল কাফির নেতৃত্বে চিকিৎসক টিম সেবা প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন। তিনি বলেন, “গ্রামীণ জনপদের গরীব ও অসহায় মানুষদের জন্য স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা দিতে ফাউন্ডেশন সর্বদা কাজ করছে।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেলিম রেজা, আমেনা খাতুন, দুলাল উদ্দিন, আলম আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।