ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।
মিত্রবাটি এলাকার বাসিন্দা মো. মামুনূর রশীদ, পিতা মৃত আব্দুন নূর, গত ২৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, পীরগঞ্জ পৌর শহরের টিএন্ডটি রোডের বাসিন্দা মাসুদ রানা, পিতা হবিবর, রঘুনাথপুর গ্রামের অধিবাসী, নিয়মনীতি ও নীতিমালা উপেক্ষা করে ওএমএস ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
অভিযোগকারী জানান, ডিলারশিপ পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র ও শর্ত পূরণ আবশ্যক থাকলেও মাসুদ রানা নিজস্ব কোনো গুদামঘর ছাড়াই এই নিয়োগ পেয়েছেন। এছাড়া নীতিমালার বেশ কিছু ধারা উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি দীর্ঘদিন গোপন রাখা হলেও পরবর্তীতে তা প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এ বিষয়ে অভিযোগকারী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মের সত্যতা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।