মোঃ মমিন আলী, স্টাফ রিপোর্টার
নওগাঁর পোরশায় আজ (সোমবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ নাবিলা ফেরদৌস।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ নাবিলা ফেরদৌস দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের প্রধান, এলজিইডি প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, পল্লী জীবিকায়ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অনেকে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পোরশা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।