আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার ধুনটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
আজ (১২ আগস্ট) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, শপথবাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণ চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
র্যালিটি উপজেলা অফিস চত্বর থেকে শুরু হয়ে ধুনট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আফতাব হোসেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বক্তব্য রাখেন ও শপথবাক্য পাঠ করান। তিনি বলেন, “ধুনটের উদ্যোক্তারা দেশের সেরা উদ্যোক্তাদের মধ্যে স্থান করে নিয়েছেন। আমরা সবাই মনোবল ও ধৈর্যের সাথে এগোলে সফল উদ্যোক্তা হতে পারব। উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতায় পাশে থাকবে।”
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খায়রুজ্জামান। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল্লাহিল কাফি, সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম খোকন, চৌকিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় দপ্তরের প্রধান, যুব উদ্যোক্তা, তরুণ যুবক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে যুব ঋণ চেক ও গাছের চারা বিতরণ করা হয়।