আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল উপজেলার ঐতিহ্যবাহী বাইনতলা চাকশ্রী নেছারিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ৭ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানের হলরুমে। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
শিক্ষক ও শিক্ষার্থীরা বাবার হাসান বাচ্চুকে সভাপতি হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, অবহেলিত ও সুবিধাবঞ্চিত এই প্রতিষ্ঠানকে তিনি নিরাপদ শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করবেন এবং উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবেন।
বক্তারা বলেন, বাবার হাসান বাচ্চু একজন সৎ ও শিক্ষানুরাগী ব্যক্তি। তার নেতৃত্বে প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধি পাবে।
নবনির্বাচিত সভাপতি বাবার হাসান বাচ্চু বলেন, “এলাকার জনগণ ও শিক্ষানুরাগীরা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সততা ও কর্মদক্ষতার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কাজ করবো। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় এই মাদ্রাসাকে জেলার সেরা মাদ্রাসায় রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
আলমগীর হোসেন, সভাপতি কৃষক দল রামপাল উপজেলা;
তরফদার মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দল;
মোল্লা লোকমাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি;
মল্লিক দেলোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি;
সাইফুজ্জামান বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাইনতলা ইউনিয়ন বিএনপি;
শেখ দিদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি;
মোফাজ্জল হোসেন বাদল, রামপাল উপজেলা ছাত্রদল সভাপতি প্রার্থী;
মহিলাদল নেত্রী রোজিনা খাতুন ও ইরানি খাতুন;
শেখ মেহেদী হাসান, সাবেক সভাপতি বাইনতলা ইউনিয়ন শাখা ছাত্রদল;
সরদার আব্দুল কাদের, সভাপতি ১নং ওয়ার্ড বিএনপি;
যুবনেতা শেখ রেজাউল, স্বেচ্ছাসেবক নেতা শেখ তরিকুল, শেখ জাকারিয়া;
ছাত্রনেতা মোহাম্মদ আলী হাওলাদার রিয়াদ প্রমুখ।