স্টাফ রিপোর্টার
মোঃ মাসুম বিল্লাহ
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী গতকাল রবিবার নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দর এবং ডুবিবাজার দিনব্যাপী গণসংযোগ করেন। এছাড়াও উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমী পরিদর্শন করেন এবং সেখানে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে জামায়াতে ইসলামী সকল আসনে প্রার্থী ঘোষণা করে অনেকটাই এগিয়ে রয়েছেন। পিরোজপুর-১ও২নং আসনে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের দুই পুত্র মাসুদ সাঈদী ও শামীম সাঈদী যথাক্রমে আসন দুটিতে নির্বাচন করবেন। সাঈদী সাহেবের পুত্র হওয়ায় তারা নির্বাচনী এলাকায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।
গণসংযোগে অন্যান্যদের মধ্যে্য উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ, পিরোজপুর জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন, সহকারি সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, উপজেলা মিডিয়া বিভাগ ও সমাজ কল্যাণ সভাপতি মোহাম্মদ গোলাম আযম আছলাম, সাংস্কৃতিক সভাপতি মো শাহ জাকির, সোহাগদল ইউনিয়ন সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, বলদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম, প্রমুখ ।