রাকিবুল ইসলাম, নিউজ ডেক্স আমার সকাল ২৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজ শিক্ষার্থী হৃদয় হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গামছা, ব্যাগ, মোবাইল ও একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চামকা।
লিখিত বক্তব্যে তিনি জানান, নিহত হৃদয় আহমেদ ইয়াছিন কমলগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং শ্রীমঙ্গল কালীঘাট রোডে ওয়াইফাই অপারেটর হিসেবে কাজ করতেন। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বন্ধুর কাছে ধার দেনায় জড়িয়ে পড়েন হৃদয়। এ নিয়ে বিরোধের জেরে গত ৬ জুলাই রাতে কাজল ও সিরাজ নামে দুইজন পরিকল্পিতভাবে তাকে কাকিয়াছড়া চা বাগানে নিয়ে গিয়ে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে কোমরের বেল্ট দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে যায় তারা।
স্বজনদের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজাপুর থেকে দুজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। প্রেস ব্রিফিংয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।