মোঃ দুলাল সরকার, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাসের নামে থাকা কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ জুন) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশনা দেন।
জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে—
মৃণাল কান্তি দাসের নামে ধানমন্ডিতে ১৮ লাখ টাকার একটি অ্যাপার্টমেন্ট,
পূর্বাচলে ২০ লাখ ৪৪ হাজার টাকার একটি প্লট,
৮৬ লাখ ৫৩ হাজার টাকার একটি বিলাসবহুল গাড়ি এবং
৮টি ব্যাংক হিসাবে থাকা ৮ লাখ ৭৩ হাজার টাকা।
অপরদিকে, নীলিমা দাসের নামে—
মোহাম্মদপুরে সাড়ে ১২ লাখ টাকার একটি জমি,
সেখানে ২০ লাখ ২০ হাজার টাকার একটি ফ্ল্যাট এবং
৩০টি ব্যাংক হিসাবে মোট ১০ লাখ ৬১ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় মৃণাল কান্তি দাস ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করেন।
তারা এসব সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টাও করছিলেন বলে তদন্তে উঠে এসেছে। এ কারণে দুদক আদালতের কাছে সম্পদ ক্রোক ও হিসাব অবরুদ্ধের আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।
It’s great to see someone explain this so clearly.
Great post! I’m going to share this with a friend.
It’s great to see someone explain this so clearly.