সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি (বগুড়া):
বগুড়ার শাজাহানপুর উপজেলার নয় মাইল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার, ৪ জুন ২০২৫ তারিখে, রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ব-১৪-৮৫১৫ নম্বরের ‘নওয়াব পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মোঃ মাঝাহারুল ইসলাম (৩৭), পিতা– মোঃ নজরুল ইসলাম, গ্রাম– মাঝিরা, উপজেলা– শাজাহানপুর, জেলা– বগুড়া মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই বাসটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনার সময় শাজাহানপুর থানার নিকটবর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান চলছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ বাসটিকে থামানোর সংকেত দিলেও চালক তা উপেক্ষা করে পালাতে থাকে। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা তাদের গাড়ি নিয়ে ধাওয়া শুরু করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাসুদ করিমসহ পুলিশের অন্যান্য সদস্যরা আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়।
অবশেষে বনানী মোড় এলাকায় পুলিশ বাসটিকে আটক করতে সক্ষম হয় এবং চালক ও হেল্পারকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশের হাতে হস্তান্তর করে।