জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উদ্বোধন
শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। (২২ মে ) বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০মিনিটে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম মাঠে ৬ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ্।
এ সময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসেন ।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, উপজেলা সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল,
চিলাউরা- হলদিপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলি ইউনিয়ন চেয়ারম্যান আঙ্গুর মিয়া ।
বন বিভাগের জাকির হোসেন, কৃষি অফিসের রাজন আকন্দ, তপন চন্দ্র শীল সহ সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষক-কৃষাণী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ২২ টি স্টল বসেছে। এসব স্টলে নানা প্রযুক্তি ব্যবহার করে ধান, শাক-সবজি, ফল-ফুল সহ কিভাবে বিভিন্ন প্রকার ফসল দ্রুত ফলনশীল এবং উৎপাদন করা যায়, তা প্রদর্শন করা হয়েছে।
অতিথিরা এসব স্টল পরিদর্শন করেন। এছাড়া দিন ব্যাপী মেলায় আসা কৃষক, কৃষাণী সহ সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। এ সময় কৃষক ও উৎসাহী মানুষজন মাটিতে ও ভাসমান সবজি বাগান তৈরি সহ নানা প্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান লাভ করেন। আশা করা হচ্ছে, এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে ফসলি জমি, শাক-সবজি ও ফল-ফুলের গাছ রোপন ও চাষাবাদের মাধ্যমে লাভবান হবেন কৃষক সহ উৎসাহীরা।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ বলেন ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলার কৃষক- কৃষাণীদের বাড়বে আবাদী জমির পরিমাণ ও আরো বেশি ফসল উৎপাদন হবে। তাতেই সার্থক হবে কৃষি প্রযুক্তি মেলার সকল আয়োজন।