রামপালে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
✍️ আরিফ হাসান গজনবী
প্রতিনিধি (রামপাল), বাগেরহাট
১০ মে ২০২৫
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেল ৪টায় ঝনঝনিয়া গ্রামে উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী জাহিদুল ইসলামের নিজ বাসভবনে এ মাহফিলের আয়োজন করা হয়।
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে সুস্থ হয়ে দেশে ফেরার পর নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে এই দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল-মোংলার গণমানুষের নেতা লায়ন ডা. ফরিদুল ইসলাম। তিনি বলেন, “আল্লাহ পাক আমাদের লক্ষ জনতার দোয়া কবুল করেছেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। ফ্যাসিস্ট সরকার ইচ্ছাকৃতভাবে তাঁকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে, মিথ্যা মামলায় আটকে রেখেছে।” তিনি আরও বলেন, “এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে রামপাল উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আগত শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ গঠনমূলক ও সাংগঠনিক বক্তব্য প্রদান করেন।
সভাপতিত্বে ছিলেন:
মোস্তাফা কামাল পাটোয়ারী হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি:
কাজী জাহিদুল ইসলাম, সদস্যসচিব, উপজেলা বিএনপি।
উল্লেখযোগ্য উপস্থিতি:
মুজিবুর জোয়ার্দার
একরামুল হক প্রিন্স
এস এম আব্দুল্লাহ
জিয়াউল হক জিয়া, আহ্বায়ক, যুবদল
আলমগীর কবির বাচ্চু, সদস্যসচিব, যুবদল
মাসুদুর রহমান পিয়াল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক
গাজী শাহজালাল, যুবনেতা
কাজী ওজিয়ার রহমান, আহ্বায়ক, সেচ্ছাসেবক দল
মোল্লা তারিকুল ইসলাম শোভন, সাবেক আহ্বায়ক, ছাত্রদল
ইমরান হাওলাদার তুহিন
মোফাজ্জল হোসেন বাদল
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।