আমার সকাল বিনোদন ডেক্স
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা। প্রযোজক, অভিনেতা ও স্বামী অনন্ত জলিলের সঙ্গে পর্দায় জুটি বেঁধেই দর্শকহৃদয় জয় করেছেন তিনি। তাদের জুটি উপহার দিয়েছে একাধিক ব্যবসাসফল সিনেমা। শুধু সিনেমায় নয়, সংসার জীবনেও তারা একে অপরের পরিপূরক।
স্বামী অনন্ত জলিলের জন্মদিন উপলক্ষে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বর্ষা। শনিবার (গতকাল) ফেসবুকে লাল শাড়ি আর হাতে লাল গোলাপ নিয়ে তোলা কিছু ছবি পোস্ট করে বর্ষা লেখেন,
“গতকাল ছিল তার জন্মদিন।”—সঙ্গে জুড়ে দেন একটি ভালোবাসার ইমোজি।
বর্ষা আরও লেখেন,
“সেজেছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। তারপর ভাবলাম কিছু ছবি তুলি।”
সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া লাইন ছিল—অনন্ত জলিলকে উদ্দেশ করে বর্ষার বলা,
“মায়ায় জড়ানো এক নাম, তা হলো তুমি।”
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বর্ষার। ওই সিনেমায় তার বিপরীতে ছিলেন অনন্ত জলিল। এরপর থেকেই শুরু তাদের পথচলা। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে রয়েছে দুই পুত্রসন্তান—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।