সাজেদুল ইসলাম রাসেল
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় মূল অভিযুক্তসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু, ২টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গত ৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিনিধি খোরশেদ আলম, মাছরাঙা টিভির প্রতিনিধি এবং বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদ্দৌলা নিয়ন ও তাদের এক সহযোগীকে মারধর ও লাঞ্ছিত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
ঘটনার পর রাত ১১টা ৪৫ মিনিটে ডিবি পুলিশের অভিযানে শাজাহানপুরের বনানী এলাকা থেকে মূল অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিবসহ (২২) ছয়জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে রাকিব ও হাবিবুর রহমান রকির বিরুদ্ধে পূর্বে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং বাকি পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন।