মোঃ জাকির হোসেন। শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেন্সিডিল, মোটরসাইকেলসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক জন আসামিকে আটক করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল, কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে এক জন আসামিসহ প্রায় ৭,৭৯,৯৫০ টাকা মূল্যের বিদেশি মদ, ফেন্সিডিল, মোটরসাইকেল, হেলমেট, কম্বল, কিশমিশ, বিভিন্ন প্রকার চকলেট ও কসমেটিকস জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন— লিটন হোসেন (৩৩), তিনি যশোর জেলার মনিরামপুর থানার বলিয়াডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াদুদ মোড়লের ছেলে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন,
“দীর্ঘদিন ধরেই বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকাগুলোতে সফল অভিযান চালিয়ে আসছে।”
বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস বিভাগে জমা দেওয়া হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।