বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয় সরকার গ্রেফতার
সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি, বগুড়া।
বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি), বগুড়ার অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শ্রী জয় সরকার গ্রেফতার হয়েছে।
১৪ মার্চ ২০২৫, বিকাল ৩:৫০ মিনিটে র্যাব-১২, সিপিএসসি বগুড়া, বগুড়া জেলার শেরপুর থানার মজনু জুট মিলন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শেরপুর থানার মামলা নং- ০৬ (তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২১), জিআর নং- ৪০/২১ মামলায় দোষী সাব্যস্ত হয়ে জয় সরকার ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার।