সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান পশ্চিম পাড়া এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে। মহিষাবান পশ্চিম পাড়ার মৃত মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে মো. আবু তাহের (৪৫), তার ছোট ভাই মো. আব্দুল সালাম (৩৮) এবং তাদের চাচাতো ভাই মো. খাইরুল ইসলাম (৩৬) তাদের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার মৃত মোজাহার আলীর ছেলে মো. সুরুজ্জামান (৪৭), মো. বাকী মণ্ডল (৩৮), ওয়েছ কুরানী (৩৩) এবং তাদের ভাতিজাসহ অজ্ঞাত আরও আট-দশজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা তাদের হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে আহতরা মাটিতে লুটিয়ে পড়লে তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। তবে এর আগেই হামলাকারীরা তাদের কাছ থেকে ব্যবসার প্রতিষ্ঠানের নগদ প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে আহতদের পরিবার জানিয়েছে, তারা হামলাকারীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
Android oyun indir 🔥 Jackpot’a Giden Yol: Çevir ve Kazan! https://kusadasi.kalp-escort.com/