1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মোহাম্মদপুরে থামছেই না গণ-ছিনতাই - আমার সকাল ২৪ |
১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| রাত ৯:৪০|
ব্রেকিং নিউজ:
জগন্নাথপুরে কমছে সবজির দাম  ঝিনাইগাতীতে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ মোহাম্মদপুরে থামছেই না গণ-ছিনতাই অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী দু’পক্ষের দ্বন্দ্ব থামাতে গিয়ে ব্যবসায়ী খুন, আটক ২ সুনামগঞ্জে সেরা ওসি রুহুল আমীন বগুড়ায় সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগের সহ-সভাপতি একাধিক মামলার আসামি গ্রেফতার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানে সন্তান প্রসব রাজশাহী বিচার বিভাগীয় কর্মচারীদের স্মারকলিপি রাজশাহীতে ৪৮ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১ শ্রমিকদের চাকুরীতে পুনর্বহালের দাবীতে শ্রমিক সমাবেশ ছাত্রদল-ছাত্রলীগ মধ্যে সংঘর্ষ, আহত ১৫ কালিহাতীতে ফুলকপির মূল্যে ধস, বিপাকে কৃষকরা ৬৭ দিন পর টানা দুই ম্যাচে জয়ের ধারায় ম্যানচেস্টার সিটি টিকটক বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণ, আটক ৬ তাহসানের নতুন জীবনসঙ্গী রোজা: শ্বশুরের অতীত নিয়ে চাঞ্চল্য গজারিয়া নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪ রাজশাহী গোদাগাড়ীতে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি গজারিয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ রাজশাহীতে ২১ কোটি টাকার কাজে অনিয়ম: দুদকের অভিযান

মোহাম্মদপুরে থামছেই না গণ-ছিনতাই

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫,
মোহাম্মদপুরে থামছেই না গণ-ছিনতাই
মোহাম্মদপুরে থামছেই না গণ-ছিনতাই

মোহাম্মদপুরে থামছেই না গণ-ছিনতাই

 

রাজধানীর মোহাম্মদপুরে ক্রমেই বেড়েই চলেছে গণ-ছিনতাইয়ের ঘটনা। ধারালো সামুরাই-চাপাতি হাতে দিনে কিংবা রাতে অন্তত ২০টি স্থানে আক্রমণ চালাচ্ছে ‘কিশোর গ্যাং’-এর সদস্যরা। তারা কুপিয়ে জখম করে ছিনিয়ে নিচ্ছে সর্বস্ব। এ অবস্থায় ছিনতাই রোধে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের নিয়মিত যৌথ অভিযানের দাবি জানিয়েছেন মোহাম্মদপুরসহ রাজধানীবাসী। ২০২৪ সালে ডিএমপির ৫০ থানায় ছিনতাইয়ের ৩৯৭টি মামলার মধ্যে মোহাম্মদপুরেই হয়েছে ৬৪টি। তবে অপরাধ বিশ্লেষকরা মনে করেন, প্রকৃত ছিনতাইয়ের ঘটনা মামলা থেকে কয়েকগুণ বেশি।

শ্যামলী হাউজিংয়ে আতঙ্ক

মোহাম্মদপুরের শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্পে সর্বশেষ ৪ জানুয়ারি রাতে কিশোর গ্যাং হামলা চালায়। সামনে যাকেই পেয়েছে কুপিয়ে সর্বস্ব লুটে নিয়েছে। আক্রান্তদের মধ্যে মোহাম্মদ মামুন আছেন, যিনি ধারালো সামুরাইয়ের আঘাতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। এলাকাজুড়ে এখন চাপা আতঙ্ক, তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এক স্থানীয় বাসিন্দা জানান, ‘আমার জন্মই এই এলাকায়। যারা ছিনতাই করছে, তাদের ছোট থেকে বড় হতে দেখেছি। চলাচলে আমার নিজেরই ভয় লাগে। এরা যেকোনো সময় যেকোনো কিছু করতে পারে।’

শ্যামলী হাউজিং ছাড়াও শেখেরটেক, আদাবর, বেড়িবাঁধ, ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, রায়েরবাজার, বসিলা গার্ডেন সিটি, তুরাগ নদীর ওয়াকওয়েসহ অন্তত ২০টি স্থানে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ছিনতাইয়ের মামলার সংখ্যা বেড়েছে। ছিনতাই রোধে ব্লক রেইড, চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘যেসব ছিনতাইকারী জামিনে বেরিয়ে এসেছে, তারা যেন পুনরায় অপরাধে জড়িত না হতে পারে, সে জন্য আমরা সজাগ।’

র‌্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন, ‘মোহাম্মদপুরে ছিনতাইয়ের পর অপরাধীরা পাশের থানা কামরাঙ্গীরচর ও নদী পার হয়ে কেরানীগঞ্জে পালিয়ে যায়। সেসব এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই রোধের চেষ্টা চলছে।’

অপরাধ বিশ্লেষকদের মতামত

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘মামলার পরিসংখ্যান দিয়ে রাজধানীতে ছিনতাইয়ের প্রকৃত চিত্র বোঝা সম্ভব নয়। প্রকৃত ঘটনাগুলো মামলা থেকে কয়েকগুণ বেশি।’

স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত ও ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2024 Amar Sokal 24