শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
আগামিকাল ৩০/১১/২০২৪ ইং তারিখ রোজ শনিবার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নমূলক কাজ ও লাইনের আশে-পাশের গাছের শাখা-প্রশাখা (রাইট অফ ওয়ে) কর্তনের জন্য সকাল ০৮:০০ হইতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত ১১কেভি হাছন নগর ফিডার এবং ১১কেভি বেতগঞ্জ ফিডারের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১কেভি হাছন নগর ফিডার -হাজীপাড়া, নতুন পাড়া, বাধনপাড়া, হাছন নগর, আপ্তাব নগর, পাঠান বাড়ি গুজাউড়া।
১১কেভি বেতগঞ্জ-বুড়িস্থল,লালার চর, সাদেকপুর, বেতগঞ্জ, আলমপুর, জালালপুর, রংয়ের বাজার।
সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিউবো সুনামগঞ্জ আন্তরিক ভাবে দুঃখিত।
নির্বাহী প্রকৌশলী
বিক্রয় ও বিতরণ বিভাগ
বিউবো, সুনামগঞ্জ।