মোঃ জিহাদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি।
সংঘাত নয় ঐক্যের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টায় ফুলছড়ি উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, উপজেলা পিএফজি কমিটির সমন্বয়ক শামসুজ্জোহা বাবলু, বীর মুক্তিযোদ্ধা ছায়েদ আহমেদ দুলু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদ, সাংবাদিক মজিবর রহমান, ছাত্রদল নেতা রায়হান সরকার রাহুল, ছাত্র নুরে আশরাফ সিদ্দিক শ্রাবণ, খোরশেদ আলম, প্রতিবন্ধী সংগঠনের নেত্রী ছোট রানী প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমাদের স্বাধীন বাংলাদেশ। আমরা সবাই বাঙালি। আমরা সংঘাত চাই না, শান্তি ও ঐক্যের এবং নিরাপদ রাষ্ট্র চাই। যেখানে দল, মত, ধর্ম, বর্ণের কোন ভেদাভেদ থাকবে না। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ি। সমাজ ও রাষ্ট্রের শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা তথা বিশ্বমানবতার শান্তির সপক্ষে সকলে ঐক্যবদ্ধ হই।