মুন্সিগঞ্জ প্রতিনিধি:
বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে মুন্সীগঞ্জের গজারিয়ায় তহবিল সংগ্রহ করছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে থেকে তারা দলবদ্ধ ভাবে জামালদী বাস স্ট্যান্ড এলাকায় এই কার্যক্রম শুরু করেন।
অর্থ সংগ্রহের দায়িত্বে থাকা একাধিক শিক্ষার্থী জানান, আকস্মিক বন্যায় ফেনী ও নোয়াখালীর পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই শিক্ষার্থীরা এমন উদ্যোগ নিয়েছেন।
তারা আরো জানান, জামালদী বাস স্ট্যান্ড এলাকায় কয়েকটি টিমে তারা বিভক্ত হয়ে দোকানপাট ও পথচারীদের কাছ বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করেছেন। সংগৃহীত অর্থ দিয়ে শিক্ষার্থীরা প্রয়োজনীয় জরুরি ওষুধসহ খাদ্যসামগ্রী কিনে বন্যা কবলিত মানুষের হাতে তুলে দেবেন বলে জানান তারা।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যায় দেশের ৯টি জেলা প্লাবিত হয়েছে। এর সঙ্গে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়াকে দায়ী করছেন অনেকে।