হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩ নং বহরা এবং ২ নং চৌমহনী ইউনিয়নের বাসিন্দারা প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়েছেন। দীর্ঘদিন যাবত খালটি সংস্কার না করায় প্রচুর বৃষ্টি হলেই এলাকা জুড়ে পানিবদ্ধ হয়ে যাচ্ছে। অনেক বাড়িঘর, দোকানপাট পানিতে ডুবে যাচ্ছে, পুকুরগুলোও পানিতে ভরে যাচ্ছে।
এলাকার সচেতন নাগরিকরা দাবি করছেন, দীর্ঘদিন যাবত খালটি সংস্কার না করায় আজকের এই দুরবস্থার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী। তারা দাবি করছেন, খালটি যদি নিয়মিত পরিষ্কার করা হতো, তাহলে এত ক্ষতি হতো না।
বাজার কমিটি ও দোকান মালিকরাও একই দাবি তুলেছেন। তারা অতিদ্রুত খালটি খনন করে পরিষ্কার করার দাবি জানিয়েছেন।
এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যে, আমাদের দেশের অনেক এলাকায়ই এখনও পর্যন্ত নিষ্কাশন ব্যবস্থা পর্যাপ্ত নয়। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে মানুষকে এ ধরনের দুর্ভোগ ভোগ করতে হয়।
আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যার দিকে দ্রুত নজর দেবেন এবং খালটি সংস্কার করে এলাকার মানুষকে দুর্ভোগ থেকে মুক্ত করবেন।
এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অনেকেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
আপনারাও এই খবরটি শেয়ার করে এই সমস্যা সমাধানে সহযোগিতা করতে পারেন।
#হবিগঞ্জ #খালসংস্কার #দুর্যোগ