মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় এক ব্যবসায়ীকে মারধর করে টাকা-সহ মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অভিযোগী ব্যবসায়ী মোঃ জাহিদ হাসান দাবি করেন, গত শনিবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার সদর বাজারের শেষে খালি রাস্তায় এ ঘটনা ঘটে।
জাহিদ হাসান ময়মনসিংহের নলখোলায় ময়মনসিংহ অটো হাউজ নামে একটি দোকানের মালিক। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি গলাচিপা উপজেলার মা অটো প্রোপাইটার তারা মিয়ার শোরুমে কাজ করতেন। কিন্তু তারা মিয়ার অসৎ ব্যবসায়িক নীতির কারণে চাকরি ছেড়ে দেন এবং নিজে দোকান খুলে ব্যবসা শুরু করেন।
জাহিদ হাসান আরও অভিযোগ করেন, তার ব্যবসা ভালো চলতে শুরু করলে তারা মিয়া ঈর্ষান্বিত হন এবং শনিবার বিকেলে তাকে মারধর করে ৮০ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নেন। এ ঘটনায় আহত জাহিদ হাসান দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এদিকে, অভিযোগ অস্বীকার করেছেন তারা মিয়া। তিনি বলেন, জাহিদ হাসানের সাথে তার কোনো বিরোধ নেই এবং তিনি মিথ্যা অভিযোগ করছেন।
ঘটনার সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।