জাকারিয়া টাংগাইল জেলা জুনিয়র স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বঙ্গবন্ধু ব্রিজ এলেঙ্গা রিসোর্টে অবৈধ কার্যকলাপ চলছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ 3 খদ্দেরসহ 7 নারীকে আটক করেছে।
অভিযান ও আটক:
রবিবার (30 জুন) গভীর রাতে রিসোর্টের বিভিন্ন রুম থেকে তাদেরকে আটক করা হয়। সোমবার (1 জুলাই) সকালে এ ঘটনায় মানবপাচার আইনে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠিয়েছে কালিহাতী থানা পুলিশ।
আটককৃতদের তালিকা:
স্থানীয় অভিযোগ:
স্থানীয়রা দীর্ঘদিন ধরে রিসোর্টটিতে অবৈধ কার্যকলাপ চলছে বলে অভিযোগ করে আসছিলেন। রিসোর্ট কর্তৃপক্ষ খদ্দের সংগ্রহ করে যৌনকর্মীদের ভাড়া করে আনত বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও রিসোর্টে মাদক সেবনও হত বলে জানা যায়।
পুলিশের বক্তব্য:
কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে রবিবার রাতে রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় 3 খদ্দেরসহ 7 নারীকে আটক করা হয়। রিসোর্টের মোসলেম উদ্দিন (55), ফাহাদ (35) ও সিরাজুল (35) সহ আরও 3-4 জন পালিয়ে যেতে সক্ষম হয়।
আইনি পদক্ষেপ:
কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক রিসোর্ট কর্মীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।