নিঃসঙ্গ যুবকের ‘সিগন্যাল’ বানান ভুলকে কাজে লাগিয়ে রসবোধের পরিচয় দিল দিল্লি পুলিশ।
দিল্লির এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন একজন প্রেমিকা খুঁজে পেতে। ‘আমার প্রেমিকা কবে আসবে? আমি এখনও সিঙ্গেল। এটা ঠিক নয়। দিল্লি পুলিশের উচিত আমাকে একজন প্রেমিকা খুঁজে পেতে সাহায্য করা।’ – এই বার্তা দিয়ে টুইট করেছিলেন ওই যুবক, যার নাম শিবম।
‘সিঙ্গেল’ লেখার সময় বানান ভুল করে ‘সিগন্যাল’ লিখে ফেলেন শিবম।
এই মজার আবেদনের জবাব দিতে দেরি করেননি দিল্লি পুলিশ। শিবমের টুইটটি রিটুইট করে দিল্লি পুলিশ লিখে, “স্যর, আমরা তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারি শুধুমাত্র যদি সে নিখোঁজ হয়।”
‘সিগন্যাল’ বানান ভুলটি ধরে রসিকতাও করেননি পুলিশ।
“আপনি যদি সিগন্যালই হন, তাহলে বলব সবুজ থাকুন। একদম লাল হয়ে যাবেন না।” – এভাবেই পুলিশের টুইটে লেখা ছিল।
শিবমের অদ্ভুত আবেদন এবং দিল্লি পুলিশের রসবোধী জবাব মিলে দ্রুতই ভাইরাল হয়ে যায় টুইট পোস্টটি।
দিল্লি পুলিশের পোস্টটিতে প্রায় সাড়ে সাত লাখ ভিউ পড়েছে। ১৭ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন এবং প্রায় আড়াই হাজার মানুষ মন্তব্য করেছেন।
শিবমের টুইটেও প্রায় সাড়ে আট লাখ ভিউ পড়েছে।