ঢাকা, ২২ এপ্রিল, ২০২৪:
ফারহান আহমেদ জোভান অভিনীত ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটক “রূপান্তর” বিতর্কের কেন্দ্রে। নাটকটি সমালোচনার মুখে পড়ে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং এর বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালত, নোয়াখালীতে রূপান্তর নাটকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ।
এদিকে, রূপান্তর নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকু বলেছেন, দর্শকরা হয়তো নাটকটির কনসেপ্ট বুঝতে পারেননি। তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছুই দেখছি, আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না।”
আরও পড়ুন, বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয়?
নাটকটিতে অভিনয় করা অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। দর্শকদের অভিযোগ, নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুকে ভুলভাবে তুলে ধরা হয়েছে।
এই সমালোচনার জের ধরে জোভান ও মাহির ফেসবুক পেজ গায়েব হয়ে গেছে। জোভান বলেছেন, “আমি বুঝতে পারছি না, নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না।”
আমার সকাল ২৪ পত্রিকার খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন