ঢাকা: ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ (ঢানামেক) কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মুনিয়া খান রোজা নামের এক কথিত ডাক্তার কখনোই তাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি।
সম্প্রতি নাগরিক টিভি ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিয়া খান রোজার একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন।
আরও পড়ুন, ১২০ টাকায় পুলিশে চাকরি!
কিন্তু ঢানামেক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের রেকর্ড অনুযায়ী মুনিয়া খান রোজা নামের কোন ছাত্রী কখনোই তাদের প্রতিষ্ঠানে ভর্তি হননি। তার এহেন মিথ্যা দাবির কারণে ঢানামেক কর্তৃপক্ষ বিব্রত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা কোনভাবেই কাম্য নয়।
গত ডিসেম্বরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আনসার সদস্যরা মুনিয়া খান রোজা (২৫) নামের এক ভুয়া গাইনি চিকিৎসককে আটক করেন। এরপর তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। সেখান থেকে ওই তরুণীর ঠাঁই হয় জেলহাজতে। কিন্তু জেল থেকে বের হয়েই তিনি ভুয়া ডাক্তার নন বলে দাবি করেন।
সম্প্রতি নাগরিক টিভির একটি সাক্ষাৎকারে মুনিয়া খান রোজা নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেন এবং বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মতামত দেন। ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কিন্তু ভিডিওতে দেখা যায়, চিকিৎসাস্ত্রে ব্যবহৃত কিছু সাধারণ শব্দের অর্থও বলতে পারেন না তিনি। এ ঘটনায় তিনি আবারও বিতর্কের কেন্দ্রে চলে আসেন।
আমার সকাল ২৪ পত্রিকার খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
One thought on "কথিত ডাক্তার মুনিয়া কখনোই ঢাকা ন্যাশনাল মেডিকেলে পড়েননি"