ভুটানে চতুর্থবারের মতো সংসদ নির্বাচন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান ইস্যুতে ভোটারদের আগ্রহ
ভুটানে মঙ্গলবার (৯ জানুয়ারি) চতুর্থবারের মতো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রায় ৫ লাখ ভোটার সংসদের ৪৭ সদস্য নির্বাচিত করবেন। নির্বাচনের ফলাফল বুধবার ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনের আগে ভোটারদের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি ছিল সবচেয়ে বেশি আলোচিত। থিম্পুর কাছাকাছি পুনাকা শহরের ভোটার কর্মা রয়টার্সকে বলেন, “এখন ভূটানের মানুষের জন্য সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজেদের উন্নয়ন করা। এখন ভূটানের একটা বড় অংশ বেকার। যারা চাকরি করছে তারা যা বেতন পায় সেটা তার ও পরিবারের জন্য যথেষ্ট নয়।”
ভূটানের গত নির্বাচনের পর দেশের তরুণরা উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছে। ২০২২ সালে প্রায় ১৫ হাজার মানুষ ভিসার জন্য আবেদন করে বলে স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে।
নির্বাচনে ক্ষমতাসীন ড্রিকং দল ও প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব ভুটান (ডিপিবি) প্রতিদ্বন্দ্বিতা করছে। ড্রিকং দল বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করছে। ডিপিবি নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক রাজার শ্বশুর জিগমে ওয়াংচুক।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৫ লাখ ১৫ হাজার ৯৪৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৫০.৮২% ভোট পড়েছে।
ভুটান ১৯৯৯ সালে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। দেশটিতে প্রতি পাঁচ বছর পরপর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।