টেকনাফ উপজেলার হ্নীলা ডায়মন্ড আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পুলিশের অভিযানে আটক করা হয়েছে ৩ নারী এবং ২ পুরুষ ম্যানেজারসহ মোট ৬ জন। টেকনাফ মডেল থানা পুলিশ প্রতিবেদন করেছে যে, রোহিঙ্গা নারী-পুরুষ হোটেলে অসামাজিক কার্যকলাপে পতিতালয়ের আড্ডা হচ্ছে নিয়মিতভাবে। এ কারণে গতকাল পুলিশ শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ম্যানেজারসহ মোট ৬ জনকে আটক করেছেন।
অভিযানে গ্রেপ্তার করা হয়েছে হোয়াইক্যং ইউনিয়নের মোঃ হাসানের ছেলে আব্দুর রশিদ (২৬), হোয়াইক্যং দৈংগা কটা এলাকার মোঃ সরোয়ারের ছেলে মজিব উল্লাহ (৩৫), হ্নীলা পূর্বসিকদার পাড়া এলাকার মৃত আবুজাফরের ছেলে আলী আলী আহমদ(৫৫), জামতলী রোহিঙ্গাক্যাম্পের আবুল বাছেরের মেয়ে মাহফুজা আক্তার(৩০), ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত কালামিয়ার মেয়ে ও আমান উল্লাহর স্ত্রী শাহিদা বেগম(৩০)ও ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের জমির হোসেনের মেয়ে সাজিদা বেগম(২২)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান বলেন, হ্নীলা বাস স্টেশনের ডায়মন্ড হোটেল সহ আরো কয়েকটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা নারীদের মোবাইলের মাধ্যমে ভাড়া দেয়া হচ্ছে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করার জন্য, যা একশ্রেণীর মুনাফালোভী হোটেল ব্যাবসায়ীরা করে তাদের আর্থিক লাভের সুযোগ করছে। পুলিশ এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যাপারে প্রস্তুত। অভিযান আবার বিভিন্ন স্থানে চালু থাকবে।