
ইনকিয়াদ আহ্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের কলোনি পাড়ায় ১১ দলীয় জোট ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদের বাবার দোয়া অনুষ্ঠান এবং নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এটি ২৮ জানুয়ারি (বুধবার) সকালে সংসদ প্রার্থীর নিজ বাসভবনে আয়োজন করা হয়।
নাভারণ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস। সঞ্চালনায় ছিলেন নাভারণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম ও অধ্যাপক জয়নাল আবেদীন।
উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল ইসলাম। এছাড়াও চৌগাছা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জিয়াউল হক, মাওলানা ফখরুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াত ও শিবিরের সকল স্তরের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ স্থানীয় জনগণকে উদ্দেশ্য করে বলেন, “আগামী নির্বাচনে আপনারা ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয় করালে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হবে। দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়েই দেশে দুর্নীতি ও অন্যায়-অত্যাচার কমবে এবং সোনার বাংলাদেশ মানবিক কল্যাণকর রাষ্ট্রে রূপান্তরিত হবে।”
নির্বাচনী সমাবেশে হাজার হাজার স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি নারায়ে তাকবীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এছাড়া ডা: মোসলেহ উদ্দীন ফরিদের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।