
ক্রাইম রিপোর্টার:
মোঃ বিল্লাল হোসেন | আমার সকাল ২৪
নড়াইলের নড়াগাতী থানা এলাকার মাওলী ইউনিয়নের তেলিডাংগা গ্রামের প্রান্ত কুমার দাস (২৪) নামে এক যুবক নৌকাভ্রমণের সময় অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরস্বতী পূজা উপলক্ষে মহাজন গ্রাম এলাকায় নদীপথে ভ্রমণের সময় প্রান্ত অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা লোকজন তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) ভোর ৩টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি যশোর কোতয়ালি মডেল থানার ডিউটি অফিসার বেতার বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন।
ঘটনাটি স্থানীয়ভাবে শোকের ছায়া ফেলে। এলাকাবাসী প্রান্তের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ এড়াতে সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।