
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছার বাঁকড়া বাজারে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি (শনিবার) বিকাল ৪ টায় নির্বাচনী প্রচার মিছিল বাঁকড়া কওমি মাদ্রাসা থেকে শুরু হয়ে বাজার এর প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে ।
বাঁকড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে নির্বাচনী প্রচার মিছিলে প্রধান অতিথি ছিলেন ৮৬,যশোর -২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।
বাঁকড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মামনুর রশিদ এর সঞ্চালনায় নির্বাচনী প্রচার মিছিলে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম,অধ্যাপক জয়নাল আবেদীন।
নির্বাচনী প্রচার মিছিলে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সার, ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মাওলানা আবু জাফর, উপজেলা যুব বিভাগের টিম সদস্য জহিরুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন জামায়াতের টিম সদস্য আমিনুর রহমান রবি সহ ইউনিয়ন থেকে আগত জামায়াত ও শিবির এর অসংখ্য নেতৃবৃন্দ।
পরে নির্বাচনী প্রচার মিছিল শেষে ডা: মোসলেহ উদ্দীন ফরিদ বাঁকড়া বাজারের সকল ব্যবসায়ী সহ নানা – শ্রেণি মানুষের সাথে গণসংযোগ করেন । গণসংযোগকালে ডা: মোসলেহ উদ্দীন ফরিদ এর দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসাধারণের ভালোবাসার বহি: প্রকাশ হতে দেখা যায় এবং আগামীদিনে দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে এই আসনের জনসাধারণ বিজয় করবেন বলে সে চিত্র দেখা গেছে।
এর আগে স্থানীয় বাঁকড়া কওমি মাদ্রাসার সকল শিক্ষকদের সাথে মতবিনিময় বিনিময় করে । পরবর্তীতে মাদ্রাসার ছাত্রদের সাথে কুশল বিনিময় ও সার্বিক খোঁজ খবর নেন। এসবে ডা: মোসলেহ উদ্দীন ফরিদ কে কাছে পেয়ে ছাত্ররা আনন্দে মেতে ওঠে।