
স্টাফ রিপোর্টারঃ শাহ্ ফুজায়েল আহমদ
সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে তালা প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট থেকে শুরু হয়ে শান্তিনগর বাজার অতিক্রম করে বউয়ের বাজার পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়।
গণসংযোগ চলাকালে ব্যারিস্টার আনোয়ার হোসেন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। বিভিন্ন স্থানে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে এবং অনেকেই প্রার্থীর প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন কর্নেল আলী আহমেদ, মেজর আশফাক শামি, যুক্তরাজ্য প্রবাসী ও শিল্পপতি এম. এ. কাহার, আবিবুল বারী আয়হান, এম. এ. কয়েস, শাহিন মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের আশা–আকাঙ্ক্ষা পূরণে “সৎ, শিক্ষিত ও সাহসী নেতৃত্ব” হিসেবে ব্যারিস্টার আনোয়ার হোসেনের জুড়ি নেই। তারা বলেন, “আমরা আপনার সঙ্গে আছি, আপনি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যান—আপনার বিজয় হবে ইনশাআল্লাহ।”
এ সময় ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর শক্তি। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।