
সংবাদদাতা: সাংবাদিক মোঃ আব্দুস ছালাম
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতা প্রাপ্ত (ভিডব্লিউবি) মহিলাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভোটের গুরুত্ব অত্যন্ত বেশি। নারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। সরাসরি কেন্দ্রে যেতে না পারা ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি রয়েছে। সবাই সচেতন হলে গণতান্ত্রিক পরিবেশ আরো শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী সুজাউদ্দীন সরদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. ওয়াহেদুল ইসলাম, সহকারী সচিব নিলয়, ইউপি সদস্য আজিজার রহমান, আশরাফুল ইসলাম, সিদ্দিকসহ সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা, মর্জিনা বেগম ও ডেজি আক্তার প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে নারী ভোটারদের সচেতন অংশগ্রহণ এবং পোস্টাল ব্যালট ও গণভোট বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন।