
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের গুনোনগর গ্রামবাসীর আয়োজনে শহীদ ওসমান বিন হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় স্থানীয় জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
নাভারণ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। সঞ্চালনা করেন নাভারণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম ও নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক। এ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াত ও শিবিরের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
স্মরণসভা শেষে শহীদ ওসমান বিন হাদির স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে দেশের জন্য ন্যায় ও আদর্শের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না এবং দেশ-সমাজের কল্যাণে সকলে দৃঢ় ভূমিকা রাখতে হবে।