
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
আজ ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে নিজ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালন করার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উন্নত হবে। পাশাপাশি শৃঙ্খলা, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।