
মোঃ রাব্বি রহমান
নীলফামারী প্রতিনিধি
জেলা পুলিশ নীলফামারীর উদ্যোগে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় নীলফামারী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। সভায় পুলিশ সুপার পর্যায়ক্রমে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি উপস্থিত কর্মকর্তা ও ফোর্স সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের (কনস্টেবল হতে এএসআই নিরস্ত্র) র্যাঙ্ক ব্যাজ পরিধান করান এবং দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে ডিসেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।