
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার নারী শিক্ষার অগ্রযাত্রায় নতুন মাইলফলক যোগ হলো বড়শিমলা মহিলা কলেজে। দীর্ঘদিনের আবাসন ও শ্রেণিকক্ষ সংকট মোকাবিলায় কলেজে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় নতুন ভবনের ফলক উন্মোচন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মামনুর রশিদ সিদ্দিক হিরু। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।
উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোঃ মামনুর রশিদ সিদ্দিক হিরু বলেন, “২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কলেজটি উত্তর জনপদের নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন একাডেমিক ভবন ছাত্রীদের জন্য একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।’ তিনি আরও জানান, কলেজটিকে এ অঞ্চলের শ্রেষ্ঠ মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী বলেন, “আমাদের কলেজের ফলাফল সবসময়ই ঈর্ষণীয়। এবারও একজন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। নতুন ভবনের মাধ্যমে দীর্ঘদিনের স্থানাভাব দূর হবে এবং পাঠদান আরও সহজ হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এইচ. এম. লুৎফুল বারী, উপজেলা শিক্ষা প্রকৌশলী মো. সুজাউদ্দিন সরদার, ঠিকাদার সামসুল আলম, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. রেজাউন নবী তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষাবিদ ব্যক্তিবর্গ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রভাষক মো. মনসুর রহমান, মো. আব্দুল মজিদ, লোকমান, নিতাই, নজরুল ইসলাম, খালেক, আব্দুর রউফ সরদার, নিয়ামুল, উজ্জ্বল, সৈয়দ রুহুল আমিনসহ কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী।
শেষে কলেজের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাংবাদিক: মোঃ আব্দুস ছালাম
উপজেলা প্রতিনিধি, আত্রাই, নওগাঁ