
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রামপাল উপজেলার ভাগা রেডরোজ ফ্রি ক্যাডেট স্কুল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের রামপাল উপজেলা শাখা।
মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা তাঁতি দলের সভাপতি সরদার বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল রহমান জিয়া, উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইকরামুল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।