
বান্দরবান, স্টাফ রিপোর্টার (সুকেল তঞ্চঙ্গ্যা):
বান্দরবান জেলায় গ্যাস সিলিন্ডার সংকটের কারণে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা চরম সমস্যার মুখে পড়েছেন। বাজারে পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রি করছে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কিছু ডিলার ও খুচরা বিক্রেতা যোগসাজশে গ্যাস সিলিন্ডার মজুদ রাখছেন। ফলে এক সিলিন্ডারের জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা ঘুরে ফিরলেও গ্যাস পায় না। অনেক ক্ষেত্রে ১২ কেজির সিলিন্ডারের জন্য ক্রেতাদেরকে অতিরিক্ত কয়েকশ টাকা গুনতে হচ্ছে।
নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রান্নাবান্না কার্যত অচল হয়ে পড়েছে। হোটেল, রেস্টুরাঁ এবং ছোট ব্যবসায়ীরাও এতে মারাত্মক প্রভাবের মুখে পড়েছেন। বিকল্প জ্বালানির অভাবে দৈনন্দিন জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।
একজন খুচরা ব্যবসায়ী বলেন, “বড় ডিলাররা সিন্ডিকেট করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। বান্দরবানেও স্থানীয় ডিলাররা এ সিন্ডিকেটে যুক্ত হয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে।”
সচেতন মহল প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, বাজার তদারকি জোরদার এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন। তারা সতর্ক করেছেন, নতুবা এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।