
মোঃবিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার
আমার সকাল২৪
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের সাহেবগঞ্জ এলাকার চাষীরা এখন মাঠে ফাঁকা জায়গা কম থাকায় ছাগল পালন করতে গিয়ে উঠান ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এ কারণে ঘাসের চাহিদার পরিবর্তে কাঁঠাল পাতার চাহিদা অনেক বেড়ে গেছে। স্থানীয়রা এই চাহিদা কাজে লাগিয়ে স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করছেন।
তাদের মধ্যে একজন হলেন ছকমল হোসেন (৫৫)। তিনি জানান, তার দুই বন্ধু সাহাদুল ও মেহেদুলের সঙ্গে দীর্ঘ ৮ বছর ধরে কাঁঠাল পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তারা বিভিন্ন এলাকায় গিয়ে কাঁঠাল গাছ কিনেন, আর তিনি ওই গাছের পাতা ভ্যানে করে পৌরশহরের বিভিন্ন বাজারে বিক্রি করেন।
ছকমল হোসেন বলেন, “শুরুর দিকে আয় সামান্য হলেও এখন তা বেড়ে গিয়েছে। বর্তমানে প্রতিদিন আমাদের আয় ১ হাজার থেকে ১ হাজার ২শ’ টাকার মধ্যে হয়।”
তিনি আরও জানান, “প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত দুইটি ভ্যানে কাঁঠাল পাতা বিক্রি করা হয়। প্রতিটি ভ্যানে ২১০ আঁটি করে পাতা থাকে। প্রতি আঁটি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়। নির্ধারিত ক্রেতারা প্রতিদিন এসে পাতা কিনে নিয়ে যায়, যা আমাদের দৈনিক আয় নিশ্চিত করে।”
ছকমল হোসেনের মতো আরও অনেকেই কাঁঠাল পাতার এই ব্যবসা থেকে স্থানীয়ভাবে জীবিকা নির্বাহ করছেন।