
ঝুমুরী আক্তার সন্ধ্যা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মোল্লা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি রোববার (৪ জানুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ বাদ যোহর পশ্চিম কাকইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কামাল জামাল মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদ, মাদারীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আকরাম হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার আমির ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সরোয়ার হোসাইন মৃধা, খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হানজারা, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জানাজার পূর্ব বক্তব্যে বক্তারা মরহুম সেলিম মোল্লাকে একজন সৎ, নিষ্ঠাবান ও সহৃদয় মানুষ হিসেবে স্মরণ করেন। তারা উল্লেখ করেন, প্রয়োজনে তাকে একজন বিশ্বস্ত অভিভাবক ও পরামর্শদাতা হিসেবে পাওয়া যেত। তাঁর ইন্তেকালে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
জানাজার সময় মাঠে মানুষের ঢল নামে এবং পুরো এলাকা আবেগঘন পরিবেশে পরিণত হয়।