
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার নির্বাচনী কার্যক্রম জোরদার করেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে কসবা পৌরসভা ইমামপাড়া এলাকায় বিভিন্ন মহল্লায় গণসংযোগের মাধ্যমে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তাদের মতামত নেন।
এ সময় উপস্থিত ছিলেন কসবা পৌরসভার আমীর হারুন অর রশিদ, পৌর সেক্রেটারি নুর মাজিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
গণসংযোগের অংশ হিসেবে আতাউর রহমান সরকার ইমাম-প্রি ক্যাডেট স্কুলের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় করেন।