
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। তিনি বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান। তথ্যটি নিশ্চিত করেছেন পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান।
এছাড়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন। তিনি বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। ঢাকায় তাঁর আগমনকালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন।
বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজার পর তিনি রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হন। শেষবারের মতো তাঁকে দেখার জন্য গণপরিবহন, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে নেতাকর্মীরা ঢাকায় আসছেন।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। ২৭ প্লাটুন বিজিবিও দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) ঘোষণা করেছে এবং বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।