
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ (বুধবার) বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এই উপলক্ষে আজ সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা দপ্তরের এক ঘোষণায় জানানো হয়, মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হবে এবং জাতীয় সংসদ ভবনের ভেতরের ও বাইরের অংশে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন করা হবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে এক নির্ধারিত রুটে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হবে। দাফনের সময় শুধুমাত্র নির্ধারিত ব্যক্তিরাই জিয়া উদ্যানে প্রবেশ করতে পারবেন।
২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালিত হবে। শোকের সময়ে রাজধানীতে আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও উন্মুক্ত জনসভা নিষিদ্ধ থাকবে।
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় ছুটে আসছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংশ্লিষ্ট এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিএনপি মহাসচিব নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।